হার্দিক পান্ডিয়া চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (মঙ্গলবার, ২ ডিসেম্বর) এম এস ধোনির সঙ্গে জায়গা করে নিয়েছেন এক অনন্য তালিকায়।
বারোদার হয়ে খেলতে থাকা হার্দিক সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তিনি এমন এক রেকর্ডে নাম তুলেছেন, যেখানে এত দিন একাই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া ৩০০ বা তার বেশি ছক্কা মারা দ্বিতীয় ক্রিকেটার এখন হার্দিক পান্ডিয়া।
পাঞ্জাবের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৭৭ রানের (৪২ বল) ইনিংসেই বারোদা ৭ উইকেটের রোমাঞ্চকর জয় পায়। ইনিংসটিতে ছিল চারটি ছক্কা। তার প্রথম ছক্কাটিই তাকে টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কার ক্লাবে পৌঁছে দেয়। সঙ্গে ধোনির অনন্য কীর্তির পাশে এনে দাঁড় করায়।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে হার্দিকের সর্বোচ্চ স্কোর ৯১। ৩০৯ ম্যাচ ও ২৬৮ ইনিংসে তার ছক্কার সংখ্যা এখন ৩০৩। এম এস ধোনি এরই মধ্যে ৩৫৫ টি-টোয়েন্টি ইনিংসে ৩৫০ ছক্কা মেরেছেন, তা-ও কোনো সেঞ্চুরি ছাড়া। যা তাকে এত দিন ভারতীয়দের মধ্যে আলাদা করে রেখেছিল।
পিএ/এসএন