ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘এই মুহূর্তে তারেক রহমান দেশে না আসতে পারলে লাভ হচ্ছে জামায়াতের। জামায়াত সব থেকে বেশি লাভবান হবে।’
সম্প্রতি মাসুদ কামালের সোশ্যাল মিডিয়ার কথা চ্যানেলের অতিথি হয়ে এসে এসব কথা বলেন শরীফ।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘টেলিফোনে আড়িপাতা বা এই যে কথাগুলো জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে।
একই সঙ্গে তারা ইতিমধ্যে কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়ে অস্ত্র ব্যবহার করেছে।’
শরীফুজ্জামান আরো বলেন, ‘আগামী নির্বাচনকে ঘিরে তাদের একটা দীর্ঘমেয়াদি আর্থিক এবং অন্যান্য রাজনৈতিক, সাংগঠনিক পরিকল্পনা আছে।’
পিএ/এসএন