রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘গোটা দেশের মানুষ এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি একটি দলের প্রধান নন শুধু, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি একার্থে বাংলাদেশে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘যখন তিনি সরকারে ছিলেন তার সমালোচনা ছিল না এমন কথা বলা যাবে না। তার শাসনামলে সরকারের দুর্বলতা ছিল না সেটা বলা যাবে না। কিন্তু সামগ্রিক বিবেচনায় এবং তার যারা প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের তুলনায় তিনি অনেক অনেক দূর এগিয়ে।’
জিল্লুর বলেন, ‘স্বল্পভাষী মানুষটি যখন যেখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, যে অবস্থায় দাঁড়িয়েছেন কোনোদিন পরাজিত হননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি নির্বাচন করেছেন। এমন না যে কোনো বিশেষ এলাকায় তিনি নির্বাচন করেছেন, সেই এলাকা থেকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন করেছেন, সব সময় বিজয়ী হয়েছেন।’
জিল্লুর আরো বলেন, ‘অসুস্থ ও সংকটাপন্ন তার অবস্থা। মানুষ তার আরোগ্য কামনা করছে, দেশে-দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে। তারেক রহমান এক ফেসবুক বার্তায় তার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দেশি-বিদেশি, গোটা দেশের মানুষ, কূটনীতিকরা, বিভিন্ন দেশের সরকার প্রধানরা যেভাবে তাদের উদ্বেগ-উৎকণ্ঠা-সহানুভূতি প্রকাশ করছেন বেগম জিয়ার আরোগ্যের জন্যে, তিনি সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে।’
ইএ/এসএন