আফগানিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ হালকা রসিকতার ছলে বলেছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারত দলে না থাকেন, তবে তিনি এবং প্রতিপক্ষ সবাই খুশি থাকবে। কারণ ভারতীয় এই দুই কিংবদন্তি দলে না থাকলে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।
ভারতের দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গত দুই বছর ধরেই জল্পনা চলছে। তারা ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।
নির্বাচকরাও এখনো স্পষ্ট করে জানাননি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি রয়েছেন কি না। তবু অস্ট্রেলিয়া সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুজনই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে শতক হাঁকান রোহিত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একই কীর্তি গড়েন কোহলি।
আইএলটি২০ শুরুর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গুরবাজ বলেন, ‘আফগানিস্তানের খেলোয়াড় হিসেবে বললে, রোহিত ও কোহলি দলে না থাকলে আমি খুশি হব।
কারণ তখন জয়ের সুযোগ আরো বেড়ে যায়। তারা দুইজনই লিজেন্ড, কেউ এসে বলতে পারবে না যে তাদের দলে থাকা উচিত নয়। তারা না থাকলে প্রতিপক্ষই বেশি খুশি থাকে।’
গুরবাজ জানান, ব্যাটিং নিয়ে সমস্যায় পড়লে তিনি নিয়মিত কোহলির সঙ্গে কথা বলেন।
সাম্প্রতিক এক খারাপ সময়েও ভারতীয় তারকার পরামর্শে তিনি আবার ফেরেন রানে।
গুরবাজ বলেন, ‘আমি যখনই সমস্যায় পড়ি, তাকে ফোন করি। কিছুদিন আগে রান পাচ্ছিলাম না, কোহলি ভাইয়ের সঙ্গে কথা বলার পরের ম্যাচেই নব্বই–এর মতো রান করি।’
ইএ/এসএন