ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতিবাজরা কখনোই ইসলামপন্থিদের ক্ষমতায় বসাতে চায় না।
বুধবার (৩ ডিসেম্বর) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ব যখন প্রযুক্তির অগ্রগতিতে শীর্ষে পৌঁছে যাচ্ছে, তখন দেশে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে যেকোনো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণসমাজ। দেশে লক্ষ-লক্ষ উচ্চশিক্ষিত তরুণ বেকার হয়ে সমাজের বোঝায় পরিণত হলেও রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না।
বেকার সমস্যা সমাধান ও একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান শিবিরের এই নেতা। তিনি বলেন, ‘নিজেদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে এবং ছাত্রশিবির দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’
সরকারি আজিজুল হক কলেজ শাখা শিবির শহীদ মিনার চত্বরে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সল পারভেজ এবং বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
অনুষ্ঠানে শিবির সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, শিক্ষাখাতের দায়িত্বে যারা ছিলেন, তারা শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নতির পরিবর্তে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।
আরপি/এসএন