জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবন্ধীদের সংসদে পৌঁছে দেয়ার রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সামান্তা বলেন, ‘এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে শারীরিক যোগ্যতাই একমাত্র মাপকাঠি হবে না। প্রতিবন্ধীদের সংসদে পৌঁছে দেয়ার রাজনীতি করতে চায় এনসিপি।’
জুলাই সনদ প্রতিবন্ধকতা পেয়ে আটকে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট দ্বারা সই হওয়া এই সনদ জুলাই সনদ নয়।’
এনসিপি গণমানুষের দল হওয়ার কারণেই তারা এই সনদে স্বাক্ষর করেনি বলে জানান সামান্তা। তিনি বলেন, ‘নির্বাচনের দিন আয়োজিত গণভোটই বৈধতা দেবে জুলাই সনদকে।’
আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেক রাজনৈতিক দল রয়েছে যারা সংস্কার চায় না, তারা বুদ্ধি প্রতিবন্ধী। তাদের জন্যই সংস্কার আটকে রয়েছে। তাদের সুস্থ করে তোলার আহ্বান জানাচ্ছি।’
কোটায় আটকে না থেকে সর্বক্ষেত্রে প্রতিবন্ধী উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এরইমধ্যে একজন প্রতিবন্ধীকে রংপুর থেকে এনসিপির মনোনয়ন দেয়া হয়েছে।’
কেএন/টিএ