সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, আমার বাবার খুনিদের কাউকেই এখনো ধরা হয়নি। আমার বিশ্বাস, খুনিদের বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাদের অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে, আমি ক্ষমতায় গেলে বাবার হত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেব।
এটা আমার দায়িত্ব। আর সেই কারণেই আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। সুষ্ঠু না হলে আমরা সেটি মেনে নেব না। ২০১৮ সালের মতো যদি কেউ কেন্দ্র দখল করে ভোট দেওয়ার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ করব।
সম্প্রতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া। গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরো ঘনীভূত হয়। যোগদানের পর এই প্রথম তিনি নিজ এলাকায় আসেন।
অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সহসভাপতি রায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ দালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইউটি