পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল পিএসজি। তবে লিসবন সফরে ফরাসি জায়ান্টদের নিয়তিতে লেখা ছিল হার। যার কারণে ম্যাচের ৯০তম মিনিটে ফের গোল হজম করে বসে তারা। যেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে স্পোর্টিং সিপির কাছে ২-১ ব্যবধানে হেরেছে পিএসজি। শেষ মুহূর্তের হেডারসহ জোড়া গোলে জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
এই হারে টুর্নামেন্টের শীর্ষ আটে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে পিএসজির। ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান স্পোর্টিং সিপির।
এদিন বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও প্রকৃত সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় পিএসজি। প্রথমার্ধে মারকিনিওস দু’বার হেডে চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হন। আধাঘণ্টা পর ওয়ারেন জাইর-এমেরির গোলটি ভিএআর পর্যালোচনায় বাতিল হয় ম্যাচে বাতিল হওয়া পিএসজির তিন গোলের একটি এটি। বিরতির আগে গোলমুখে বল পেয়েও সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে।
দ্বিতীয়ার্ধে স্পোর্টিং ধীরে ধীরে ম্যাচে ফেরে। ৭৪ মিনিটে এক কর্নার থেকে পাওয়া সুযোগে সুয়ারেজ নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন। ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় খভিচা খভারেসখেলিয়া গোল করে পিএসজিকে সমতায় ফেরান। তাতে ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের পথে। তবে ৯০তম মিনিটে সব এলোমেলো করে দেন সুয়ারেজ। হেডে গোল করে লিসবনের দর্শকদের উল্লাসে ভাসান তিনি। এরপর যোগ করা সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।
পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নিয়েও এমন হারে হতাশ পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘ফলটা হতাশাজনক এবং অন্যায্য। পুরো ম্যাচে আমি একটিই দল দেখেছি আমরা। এত ভালো খেলার পর এভাবে হারাটা কষ্টদায়ক।’
এই হারের ফলে পিএসজির শেষ ষোলোতে সরাসরি ওঠা এখন অনিশ্চিত। নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেই নির্ধারিত হবে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ এড়াতে পারবে কি না তারা।
এসএস/টিএ