আট সন্তান হারানো মা কুকুরটিকে দুটি কুকুর ছানা তুলে দিলো একটি সামাজিক সংগঠন।
পাবনার ঈশ্বরদীতে আটটি প্রিয় সন্তানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিল অসহায় মা কুকুরটি। কয়েক দিন ধরে অজস্র আর্তনাদ, ছুটোছুটি, কোথাও যেন শান্তি নেই তার চোখে।
নিজের সন্তানদের হারানোর সেই শোক পুরো এলাকা ছুঁয়ে যায়। এমন সময় পাশে দাঁড়ায় ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠন। স্নেহ-পূর্ণ হাতে তারা নিয়ে আসে দুটি নবজাতক কুকুরছানা। আশ্চর্যভাবে মুহূর্তেই তাদের গন্ধ শুকে বুকের মধ্যে টেনে নেয় মা কুকুরটি। যেন হারানো সন্তানদের শূন্যতা পূরণ করার জন্যই দুইটি ছোট প্রাণ তার জীবনে এসেছে।
স্থানীয়রা জানান, মা কুকুরটি এখন ছানাগুলোকে নিজের দুধ খাওয়াচ্ছে, আগলে রাখছে, ঠিক নিজের সন্তানের মতোই তাদের গ্রহণ করেছে। কয়েক দিন পর প্রথমবারের মতো মা কুকুরটির চোখে শান্তি ফুটে উঠতে দেখা যায়। এই সুন্দর দৃশ্যটি এলাকার মানুষের মনেও ছুঁয়ে গেছে। সবাই বলছেন মানবিকতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা সব প্রাণীর ভাষা।
এবি/টিকে