৯ ম্যাচ ধরে গোল পাচ্ছেন না, এর মধ্যে চোট পেয়ে ছিটকে গেলেন আনসু ফাতি। ব্রেস্তের বিপক্ষে মোনাকোর পরবর্তী ম্যাচে খেলা হবে না এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
অনুশীলনের শেষ দিকে মঙ্গলবার হ্যামস্ট্রিংয়ে চোট পান ফাতি। তাতে বুধবার অনুশীলন করতে পারেননি তিনি। পরীক্ষা-নিরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে তার দল। এরপর স্পষ্ট হবে কতদিন ফাতির বাইরে থাকতে হবে।
বার্সেলোনা থেকে ধারে মোনাকোতে খেলা ফাতির শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে গত ৫ অক্টোবরের পর আর জালের দেখা পাননি তিনি। এরপরও ১৪ ম্যাচে তার গোল ছয়টি। মাঝে মাঝে দেখিয়েছেন নিজের সেরা সময়ের ঝলক।
লিগ আঁর দলটির সবশেষ দুই ম্যাচে বদলি নামেন ফাতি। এবার অন্তত এক ম্যাচের জন্য ছিটকে গেলেন তিনি।
এমআর