জয়ে ফেরার পরের ম্যাচেই আবার পথ হারিয়ে ফেলল লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে জাগল হারের শঙ্কাও। শেষ পর্যন্ত কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। দলটির ডিফেন্ডার নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। সেই ধারা ধরে রাখতে পারল না শিরোপাধারীরা।
১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সান্ডারল্যান্ড। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
লিভারপুল ক্যারিয়ারে প্রথমবার পরপর দুটি লিগ ম্যাচে বেঞ্চে থাকতে হয় মোহামেদ সালাহকে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি মিশরীয় ফরোয়ার্ড।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে নবম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের শট ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ২৩তম মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। ৩২তম মিনিটে এগিয়ে যেতে পারত সান্ডারল্যান্ড। ২৫ গজ দূর থেকে ট্রাই হিউমের জোরাল শট গোলরক্ষক আলিসনের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।
প্রথমার্ধের শেষ দিকে দুর্ভাগ্য বাঁধ সাধে লিভারপুলের সামনেও। জো গোমেসের ক্রসে বক্সে আলেক্সিস মাক আলিস্তেরের হেড পোস্টে লাগে।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর জায়গায় সালাহকে নামান লিভারপুল কোচ। ৬৭তম মিনিটে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। বক্সের বাইরে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। সতীর্থের পাস পেয়ে তালবির নেওয়া শট ফন ডাইকের পিঠে লেগে একটু দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
৮১তম মিনিটে সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। বক্সের ভেতর দারুণ নৈপুণ্যে একজনকে কাটিয়ে শট নেন ভিয়েৎস। প্রতিপক্ষের মুকিয়েলের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল।
গ্রীষ্মের দলবদলে ১০ কোটি পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেওয়া জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ভিয়েৎস এই ক্লাবে তার প্রথম গোল পেয়েছেন বলেই ধারণা করে হচ্ছিল প্রথমে। ধারাভাষ্যকারও তাই বলছিলেন। তবে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয় এটিকে।
যোগ করা সময়ের শেষ দিকে আরেকটি গোল খেতে বসেছিল লিভারপুল। গোলরক্ষকের বাড়ানো বল ধরে এগিয়ে যান ইসুদোর। তার সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। বক্সে ঢুকে আলিসনকে পাশ কাটিয়ে শটও নেন তিনি, কিন্তু ঠেকিয়ে দেন ফেদেরিকো চিয়েসা।
আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসি। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এন্টসো মারেস্কার দল।
এমআর