‘আমি জানি না সে কেন ব্যালন ডি’অর জিততে পারেনি’, বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকার প্রশংসায় বলেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।
নিজের দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর রাফিনিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কেন এই বছরের ব্যালন দ’র জেতেননি, বুঝতেই পারছেন না আর্জেন্টাইন কোচ।
কাম্প নউয়ে মঙ্গলবার দাপুটে পারফরম্যান্সে আতলেতিকোকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সংহত করে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে আতলেতিকোর শুরুটা হয়েছিল দারুণ। ১৯তম মিনিটে আলেক্স বায়েনার গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি মাদ্রিদের দলটি।
২৬তম মিনিটে চমৎকার গোলে সমতা টানেন রাফিনিয়া। পেদ্রির থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে ফাঁকা জালে পাঠান চোট কাটিয়ে দুই মাস পর সম্প্রতি মাঠে ফেরা ২৮ বছর বয়সী তারকা।
পরে প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কি পেনাল্টিতে ব্যর্থ হলেও, বিরতির পর দানি ওলমো আরেকটি দারুণ গোলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ মিনিটে ব্যবধান বাড়ান ফেররান তরেস।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান ছিল রাফিনিয়ার। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪টি গোল করার পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেন তিনি।
তবে ২০২৫ সালের ব্যালন দ’রের লড়াইয়ে তিনি হন পঞ্চম। বর্ষসেরার পুরস্কারটি জেতেন পিএসজির ট্রেবল জয়ে উল্লেখযোগ্য অবদান রাখা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল দ্বিতীয়, পিএসজির ভিতিনিয়া তৃতীয় ও লিভারপুলের মোহামেদ সালাহ হন চতুর্থ। নিজের দলের জন্য ফলাফল হতাশাজনক হলেও, বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর রাফিনিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন সিমেওনে।
“রাফিনিয়া অসাধারণ এক খেলোয়াড়। সে সব জায়গায় খেলতে পারে। একজন উইঙ্গার হিসেবে, মিডফিল্ডার হিসেবে, একজন স্ট্রাইকার হিসেবে, এমনকি উইং ব্যাক হিসেবেও। সে গোল করতে পারে, সুযোগ তৈরি করতে পারে। আমি জানি না সে কীভাবে ব্যালন দ’র জিততে পারেনি। আমি হলে সবসময় তাকেই বেছে নিতাম।”
এবি/টিকে