ম্যাচে গোল হয়েছে মোট ৫টি। বায়ার্ন মিউনিখ করেছে এর একটি। বাকি ৪টিতেই ইউনিয়ন বার্লিনের অবদান। বায়ার্নের জালে দুটি গোল করার পাশাপাশি নিজেদের জালেও করেছে সমানসংখ্যক গোল। তাতে কপালও পুড়েছে, বার্লিন বাদ পড়েছে জার্মান কাপ তথা ডিএফবি পোকাল থেকে।
৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন। তাদের একমাত্র গোলটি হ্যারি কেনের। দলটির কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ৭ ডিসেম্বর ড্রয়ের পর জানা যাবে। কোয়ার্টার ফাইনালে উঠা অন্য ৭ দল হলো- হার্থা বিএসসি, ফ্রেইবার্গ, আরবি লেইপজিগ, বেয়ার লেভারকুসেন, এফসি পলি, স্টুটগার্ট ও হোলস্টেইন।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে। দুটি সেমিফাইনাল হবে ২১ ও ২২ এপ্রিল। ফাইনাল ২৩ মে।
বার্লিনে আত্মঘাতী গোলের সুবাদে ১২ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। তাদের নেয়া কর্নার কিকে বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন ইলিয়াস অ্যানসা। ঠিক ১২ মিনিট পর হ্যারি কেন ব্যবধান দ্বিগুণ করেন। কেনের গোলটিও কর্নার থেকে বল উড়ে আসার পর করা। হেডে জাল খুঁজে নেন ইংলিশ স্ট্রাইকার। এই মৌসুমে ক্লাবের সব প্রতিযোগিতায় এটা তার ২৫তম গোল। তার সমান ২৫টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও। আরলিং হল্যান্ড বাদে আর কারো ২০ গোল নেই।
বিরতির আগে হয় আরও দুই গোল। ৪০ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্লিন। গোল করতে ভুল করেননি লেওপল্ড কারফেল্ড। বায়ার্ন গোলরক্ষককে অন্যপ্রান্তে ঝাঁপাতে দিয়ে গোল করেন তিনি। বিরতির আগে আগে আত্মঘাতী গোল করেন দিওগো লেইত। ফ্রি কিক থেকে ভেসে আসে বলে হেড করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তিনি।
বার্লিন পরের গোলটিও করে পেনাল্টি থেকে। কিন্তু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ইএ/এসএন