চোটের সঙ্গে নিত্যদিনের লড়াই তার। তবে সেই ইনজুরিকে সঙ্গে করে শতভাগ ফিট না হয়েও নিজের জৌলুস দেখিয়ে চলেছেন নেইমার।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলিয়ান সেরি এ-তে জুভেন্তুদেকে ৩-০ গোলে হারায় সান্তোস। তিন গোলই আসে নেইমারের পা থেকে।
প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৫৬তম মিনিটে গোলখাতা খোলেন নেইমার। এরপর ৬৫ আর ৭৩তম মিনিটে আরও দুই গোল করে ব্রাজিলিয়ান এই তারকা পূরণ করেন হ্যাটট্রিক।
শেষ কিছুদিন ধরেই শতভাগ ফিট নন নেইমার। তবুও গত ম্যাচে স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে গোলসহ বড় অবদান রাখেন তিনি। এবার তো করলেন হ্যাটট্রিকই।
পিএ/এসএন