টালিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা এবার নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন। বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সম্পর্ক ও গোপন বাগদানের খবর ছড়িয়ে পড়ার পরও তিনি পরিষ্কার জানালেন, তিনি এই বিষয়ে সিলমোহর দিতে বা সরাসরি মন্তব্য করতে চান না। রশ্মিকার কথায়, “আমার বিয়ে বা সম্পর্ক নিয়ে সিলমোহর দিতে চাই না, অস্বীকারও করতে চাই না। যখন আমরা মনে করব জনসমক্ষে জানানোর সময় এসেছে, তখন আনুষ্ঠানিকভাবে জানাব। ততক্ষণ সবটা ব্যক্তিগত রাখা উচিত।”
সর্বশেষ খবর অনুযায়ী, রাশমিকা ও বিজয় গোপনে আড়াই লাখি হীরের আংটিতে বাগদান করেছেন। যদিও এই খবরে নায়িকা সিলমোহর দেননি, তবে তার উজ্জ্বল আংটির উপস্থিতি ‘থামা’ ছবির প্রচারের সময় নজর কেড়েছে। গত আট বছরেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক সামাজিক ও মিডিয়া নজর এড়াতে সক্ষম হয়নি। কখনও শহরের স্ট্রিটে দেখা গেছে তাঁদের আলাদা ফ্রেমে, আবার কখনও সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে মিলিত হয়েছেন।
এর আগে নানা গুজব শোনা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে আয়োজন হতে পারে তাদের বিয়ের। রশ্মিকার বক্তব্য স্পষ্ট করে দিল, এই সম্পর্কের সকল ব্যক্তিগত মুহূর্তের প্রতি সম্মান থাকা উচিত, এবং সংবাদ বা গুজবের চাপে নয়, তাদের নিজস্ব সময়মতো সব প্রকাশিত হবে।