খবর ছড়িয়েছে ‘রাক্ষস’ চলচ্চিত্রে সিয়ামের নায়িকা হবেন কলকাতার ইধিকা পাল। দেশজুড়ে গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের বিপরীতে জানা যাচ্ছে ভিন্ন তথ্য।
ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন। যদিও সুস্মিতার এখন পর্যন্ত সৃজিতের সঙ্গে ঘুরে বেড়ানো ও প্রেমের গুঞ্জনের বাইরে উল্লেখযোগ্য কাজ নেই।
তবে ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ নামের দুটি চলচ্চিত্রে সুস্মিতা যুক্ত হয়েছেন। এবার এই নায়িকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান হৃদয়। যিনি শাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
একাধিকবার কুশীলব পাল্টানোর খবর এসেছে এই নির্মাতার চলচ্চিত্রে।
চলচ্চিত্রের নামও বদলেছেন। সর্বশেষ জানা গেল ইধিকার স্থলে সুস্মিতার নাম। বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রাক্ষস চলচ্চিত্রের একটি সূত্র। এরই মধ্যে তার সঙ্গে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবিটির শুটিং। তবে শুরুতেই থাকছেন না সুস্মিতা। পরের লটের শুটিংয়ে যুক্ত হবেন কলকাতার এসময় আলোচনায় থাকা সুস্মিতা।
বলা দরকার, ইধিকা পালের আগে ‘রাক্ষস’ সিনেমাতে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।
‘রাক্ষস’ সিনেমা অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমার। বাংলাদেশ ছাড়াও শুটিং হবে মালেশিয়া ও শ্রীলঙ্কায়।
এমকে/এসএন