সারাবিশ্বে স্বচালিত পরিবহন প্রযুক্তির প্রসার বাড়ছে। এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে চালু হলো উবারের রোবোট্যাক্সি সেবা। উবার ও অস্টিন-ভিত্তিক স্বচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান এভরাইড যৌথভাবে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এক বছর আগে অংশীদারিত্ব ঘোষণার পর অবশেষে যাত্রী পরিবহনে নামলো রোবোটাক্সি বহর।
টেকক্র্যাঞ্চের তথ্য অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে প্রাথমিকভাবে স্টিয়ারিংয়ে থাকবেন মানব অপারেটর। আপাতত ৯ বর্গমাইল এলাকা জুড়ে সীমিত পরিসরে সেবা চালু হলেও ভবিষ্যতে পুরোপুরি ড্রাইভারবিহীন রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে এ সেবার পরিধি বাড়ানো হবে বলেও জানিয়েছে উবার ও এভরাইড।
উবার জানায়, ২০২৪ সাল থেকে তারা বৈশ্বিকভাবে স্বচালিত প্রযুক্তির বিস্তারে কাজ করছে। চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ওয়েমো, উইরাইড, নিউরোসহ অন্তত ২০টি এভি (অটোনমাস ভিহিকেল প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে স্বচালিত পরিবহন কার্যক্রম বাড়ানো হয়েছে। এরই মধ্যে আবুধাবি, রিয়াদ, আটলান্টা, অস্টিন ও ফিনিক্সে রোবোটাক্সি সেবা চালু করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ২০২৬ সালের মধ্যে কমপক্ষে ১০টি শহরে স্বচালিত গাড়ি চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে আরলিংটন, দুবাই, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, মিউনিখ ও সান ফ্রান্সিসকো বে-এরিয়া উল্লেখযোগ্য।
অস্টিনে প্রতিষ্ঠিত নেবিয়াস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এভরাইড-যাদের সঙ্গে ২০২৪ সালে বহু-বছর মেয়াদি অংশীদারিত্ব করে উবার। এ অংশীদারিত্বের পর উবার ইটস ও উবার প্ল্যাটফর্মে নেবিয়াসের সাইডওয়াক ডেলিভারি রোবট ও স্বচালিত যান যুক্ত করা হয়। পরে উবার ও নেবিয়াসের যৌথ বিনিয়োগে এভরাইড ৩৭৫ মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ করে।
হুন্দাই আয়োনিক ৫-এ রোবোট্যাক্সি প্রযুক্তি
এভরাইডের স্বচালিত সিস্টেম যুক্ত করে হুন্দাইয়ের সম্পূর্ণ বৈদ্যুতিক আয়োনিক ৫ গাড়িকে রোবোট্যাক্সি বহরে রূপান্তর করা হয়েছে। শুরুতে ডাউনটাউন ডালাসসহ ৯ বর্গমাইল এলাকায় সীমিত বহর চললেও ভবিষ্যতে তা কয়েকশ’ রোবোট্যাক্সিতে উন্নীত করা হবে।
উবার প্রথমদিকে এভরাইডের বহর ব্যবস্থাপনা পরিচালনা করবে না। এভরাইড নিজেই ফ্লিট পরিচালনা করবে। তবে পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ, গাড়ি পরিষ্কার, চার্জিং, পরিদর্শন, ডিপো ব্যবস্থাপনা-সবকিছুই উবারের দায়িত্বে যাবে। যাত্রা চলাকালীন যে কোনো সাপোর্টও উবারই দেবে।
কীভাবে মিলবে রোবোট্যাক্সি
উবার এক্স, উবার কমফোর্ট বা উবার কমফোর্ট ইলেকট্রিক রাইড চাইলে যাত্রীদের রোবোটাক্সিতে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। চাইলে অ্যাপের নির্দিষ্ট সেটিং পরিবর্তন করে রোবোট্যাক্সিতে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা বাড়ানো যাবে।
রোবোট্যাক্সি বরাদ্দ হলে অ্যাপ তা জানিয়ে দেবে এবং যাত্রী চাইলে মানবচালিত গাড়িতে বদলানোর সুযোগ পাবেন। গাড়ি পৌঁছালে অ্যাপ থেকেই দরজা আনলক, ট্রাংক ওপেন ও যাত্রা শুরুর অপশন পাওয়া যাবে। সবশেষে সবচেয়ে বড় সুবিধা-মানুষচালিত রাইডের সমান ভাড়াতেই মিলবে এভরাইডের রোবোটাক্সি সেবা। যাতায়াত হবে আরও সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক।
টিজে/টিকে