বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করতে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হলেন তার ছেলে অভিনেতা সানি দেওল। ঘটনাটি ঘটেছে ভারতের হরিদ্বারে। বাবার শ্রাদ্ধকর্মের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করতে গেলে উপস্থিত ফটোগ্রাফার তথা পাপারাজ্জিদের ওপর ক্ষিপ্ত হয়ে মেজাজ হারান এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সানি দেওল। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

ধর্মেন্দ্রর প্রয়াণের প্রায় দশ দিন পর বুধবার (৩ ডিসেম্বর) হরিদ্বারে তার অস্থি বিসর্জন সম্পন্ন করে দেওল পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে দেওল পরিবারের সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে বাবার শ্রাদ্ধকর্মের কাজ সারেন।
জানা গেছে, শেষকৃত্যের মতোই অস্থি বিসর্জনের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন সানি দেওল ও ববি দেওল। এ কারণে ঘাট কর্তৃপক্ষের কাছে কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে ভেতরের কোনো খবর বাইরে না যায়। কিন্তু ঘাটে তারকাদের ভিড় দেখে স্থানীয় ফটোগ্রাফাররা অস্থি বিসর্জনের মুহূর্ত ক্যামেরাবন্দী করার জন্য ভিড় জমান। এই দৃশ্য দেখেই ক্ষুব্ধ হন অভিনেতা সানি দেওল।
ভিডিওতে দেখা যায়, ক্যামেরা দেখে তিনি চিৎকার করে ওঠেন এবং উপস্থিত ফটোগ্রাফারদের উদ্দেশে বলেন, “তোমরা কি নিজেদের লজ্জাশরম সব বিক্রি করে দিয়েছ? টাকা তাই তোমাদের? কত টাকা চাই, বলো?”
উল্লেখ্য, ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও সানি দেওল পাপারাজ্জিদের ওপর একবার মেজাজ হারিয়েছিলেন। এ কারণেই তার শেষযাত্রাও কড়া পুলিশি নিরাপত্তায় গোপনেই সম্পন্ন করা হয়।
আরপি/টিকে