আইএল টি-টোয়েন্টিতে দলের জয়ের ম্যাচে ১টি উইকেট পেয়েছেন সুনীল নারাইন। তাতেই অবশ্য মাইলফলক ছুঁয়েছেন আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়ক।
বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নারাইন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অফস্পিনারের মাইলফলক স্পর্শ করা শিকার হচ্ছেন টম অ্যাবল।
৫৬৮ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। কীর্তি গড়ার দিন শারজাহ ওয়ারিয়র্সকে ৩৯ রানে হারিয়েছে নাইট রাইডার্স। ২১৫.৭৮ স্ট্রাইকরেটে ৮ ছক্কা ও ২ চারে ৮২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হয়েছেন লিয়াম লিভিংস্টোন।
নারাইনের আগে এই কীর্তি গড়েছেন তার স্বদেশী ডোয়াইন ব্রাভো ও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।
৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে শীর্ষে আছেন রশিদ। অন্যদিকে ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ব্রাভো।
তিন জনের বাইরে কমপক্ষে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি আছে ইমরান তাহির ও সাকিব আল হাসানের। বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিবের ৫০৪ উইকেটের বিপরীতে দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরানের উইকেট সংখ্যা ৫৭০।
টিজে/টিকে