বহু প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে পূর্বনির্ধারিত ২২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের নতুন সিদ্ধান্ত নিয়েছে জকসু নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তিত তফসিল ঘোষণা করা হয়েছে।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের সই করা বিজ্ঞপ্তিতে ডোপ টেস্টকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এর দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে। ডোপ টেস্টের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অনুরোধ করেছে কমিশন।
পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর। এরপর ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থীরা ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন।
নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। ফল গণনাও একই দিনে সম্পন্ন হবে এবং ৩০ ডিসেম্বর ভোট গণনার পরে অথবা ৩১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আরপি/টিকে