ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও পরিবেশবান্ধব করার জন্য ডিএসসিসি ও কোরিয়ান কোম্পানির মধ্যে পাইলট প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসানের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, এই সমীক্ষায় ল্যান্ডফিলে গ্যাস উত্তোলন ও রিসাইক্লিন প্লান্ট স্থাপনের উপর বিস্তারিত সম্ভাব্যতা যাচাই শেষে পাইলট প্রকল্প গ্রহণের জন্য বিএন্ডএফ কোম্পানির সঙ্গে আজ ডিএসসিসির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও কোরিয়ান কোম্পানির পক্ষে পার্ক চং উয়ান চুক্তিটি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ডিএসসিসির প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় চুক্তিটি একটি মাইলফলক।
এর ফলে একদিকে যেমন পরিবেশ ও প্রতিবেশের উপর বর্জ্য দূষণজনিত ঝুঁকি হ্রাস পাবে, তেমনি বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরপি/টিকে