বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধিসহ সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকরা তাকে বিশেষ নজরদারিতে রাখেন। অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছান। একই দিনে রাতের দিকে চীন থেকে চার সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে যায়।
পরে তাকে লন্ডন পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
ইউটি/টিএ