জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা দলীয় অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়ায় অস্থায়ী কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান নেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, দলীয় সিদ্ধান্তে অস্বচ্ছতা, তৃণমূলের মতামত উপেক্ষা এবং সম্প্রতি ঘোষিত কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইউটি/টিএ