দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমানকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তার সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছে দল।
এ বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, ‘একটি পক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দলীয় পদ থেকে বহিষ্কার করিয়েছিল। দল আমার আবেদন পুনর্বিবেচনা করে স্বপদে পুনর্বহাল করেছে।
আমি জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের যে কোনো কর্মকাণ্ডে অতীতের মতোই আমি নিজেকে বিলিয়ে দিব।’
এসএস/টিএ