রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনার কিছু অংশের সাথে মস্কোর দ্বিমত রয়েছে। ক্রেমলিনে মার্কিন আলোচকদের সাথে এ বিষয়ে বৈঠক করার পর এই কথা বলেন পুতিন।
পুতিন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, ‘আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা এটি নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমরা আসলে কোনো কোনো বিষয়ে একমত হতে পারিনি।’
কিন্তু তিনি কোন কোন বিষয়ে বিরোধ আছে তা উল্লেখ করেননি। তবে অন্তত দুটি প্রধান বিরোধ এখনও রয়ে গেছে বলে ধারণা। তা হলো, রাশিয়ান বাহিনীর দখলে নেয়া ইউক্রেনীয় ভূখণ্ডের ভাগ্য এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা।
মঙ্গলবারের আলোচনায় মার্কিন দলের নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ফ্লোরিডায় ইউক্রেনের আলোচকদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে, ট্রাম্প বলেছেন যে, ‘আলোচনা অত্যন্ত ভালো হয়েছে। তবে এটি সমাধানের জন্য দুটি পদক্ষেপ নিতে হবে। দিল্লিতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে তার প্রায় পাঁচ ঘন্টার আলোচনার আগে মস্কো মার্কিন শান্তি পরিকল্পনার পরিবর্তিত সংস্করণটি দেখেনি।
এজন্যই আমাদের প্রতিটি বিষয় পর্যালোচনা করতে হয়েছে এবং সেজন্য এত সময় লেগেছে।’ পুতিন বলেন। এদিকে, বলপ্রয়াগ করে হলেও রাশিয়া ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রন নেবে বলে জানান পুতিন।
জোর দিয়ে বলেন যে, ইউক্রেনীয় সেনাদের অবশ্যই দেশের পূর্ব ডনবাস অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এমনকি তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকেও। রাশিয়ান বাহিনী এখন ডনবাসের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এদিকে, পুতিনের জ্যেষ্ঠ পররাষ্ট্র নীতি উপদেষ্টা এবং প্রধান আলোচক ইউরি উশাকভ এর আগে বলেছিলেন যে, ক্রেমলিন আলোচনা যুদ্ধের অবসানের বিষয়ে ‘কোনো আপস’ করেনি। অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিয়া পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ‘বিশ্বের সময় নষ্ট’ করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও পর্যন্ত কোনো ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিতে রাজি হননি। এছাড়া যেকোনো চুক্তিতে ইউক্রেনের জন্য দৃঢ় নিরাপত্তার নিশ্চয়তার উপর জোর দিয়েছেন। এক যৌথ বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় আলোচকরা বলেছেন, তারা একটি হালনাগাদ এবং পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছেন। তবে আর কোনো তথ্য জানাতে রাজি হননি।
সূত্র: বিবিসি
এসএস/টিএ