বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে আজ। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার তাকে নিয়ে ১৪ জন সহযাত্রী থাকার কথা রয়েছে। কাতারের আমিরের দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নেত্রীকে লন্ডন নেওয়া হবে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
অন্যদিকে, বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আজ সকালেই লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা নেমেই এভারকেয়ার হাসপাতালে শাশুড়িকে দেখতে যাবেন তিনি।
জানা যায়, চেয়ারপারসনের সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৪ জন সহযাত্রী হচ্ছেন। এর মধ্যে এসএসএফের দুজন সদস্যও রয়েছেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের নিজস্ব চিকিৎসক ও নার্সের একটি দলও থাকছে।
বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে গতকাল সন্ধ্যার পর থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন।
এছাড়াও, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রবিবার রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে থাকে যুক্তরাজ্য নেওয়ার প্রস্তুতি চলছে।
ইএ/এসএন