পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠনের পরিকল্পনা করেছেন তিনি। দলটির মহাসচিব সালমান আকরাম রাজাকে কমিটির পুনর্গঠনপ্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পিটিআইয়ের বিদ্যমান রাজনৈতিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠন করা হবে। আগের কমিটিতে প্রায় ৪০ জন সদস্য ছিলেন।
নতুন কমিটিতে সম্ভবত দলের প্রাদেশিক প্রধান, বিরোধী দলের নেতা এবং আরো কয়েকজন সদস্য থাকবেন। শহিদ খাত্তাককে জাতীয় পরিষদে সংসদীয় নেতা হিসেবে নিযুক্ত করারও নির্দেশ দিয়েছেন ইমরান খান।’
কয়েক সপ্তাহ ধরে যোগাযোগবিচ্ছিন্ন থাকার পর প্রথম পদক্ষেপে ‘তথ্য ফাঁসের’ অভিযোগ তুলে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন ইমরান। দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্টে প্রবেশাধিকার পান না।
তবে কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে গত মঙ্গলবার তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি টুইটে বলা হয়েছে, ‘আমি আজকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিচ্ছি। রাজনৈতিক কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দলের মহাসচিব সালমান আকরাম রাজার একটি ছোট কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা রয়েছে।’
এদিকে কয়েক সপ্তাহের প্রচেষ্টার পর গত মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বোন উজমা খানম জানান, পিটিআই প্রতিষ্ঠাতা ‘সম্পূর্ণ সুস্থ আছেন’। এতে ইমরানের স্বাস্থ্য নিয়ে গুজবের অবসান ঘটে।
পাকিস্তান নির্বাচন কমিশন বারবার পিটিআইয়ের আন্তঃদলীয় নির্বাচনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
তাই দলটির মূল কমিটিতে নির্বাচিত নেতৃত্ব নেই। দলের দৈনন্দিন কাজ রাজনৈতিক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। গতকাল পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার বলেন, ‘রাজনৈতিক কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাবটি অনেকবারই উত্থাপন করেছেন সদস্যরা। কমিটি ভেঙে দেওয়ার একটি কারণ হলো এর সিদ্ধান্ত ফাঁস হয়ে যাওয়া। প্রাদেশিক ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মিত্রদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে।’
পিএ/এসএন