বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পেড্ডি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটির গান ‘চিকরি চিকরি’ মুক্তির পর সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে গেছে। এ আর রাহমানের সুরে তেলেগু ও হিন্দি ভাষায় গানটি গেয়েছেন মোহিত চৌহান।
গত ৭ নভেম্বর ‘চিকরি চিকরি’ গানটি প্রকাশ করে টি সিরিজ। এখন পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ৩১ মিলিয়ন। গানের দৃশ্যে দক্ষিণ ভারতীয় তারকা রামচরণকে সিগারেট টানতে টানতে নাচতে দেখা গেছে; কখনো ক্রিকেট ব্যাট হাতেও নেচেছেন তিনি। রামচরণের সঙ্গে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও দেখা গেছে।
গানের ভিডিওটি প্রকাশের পর রামচরণের সিগারেট টানতে টানতে নাচের স্টেপটি তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। কেউ কেউ গানটির সঙ্গে নেচে ভাইরালও হয়েছেন এরইমধ্যে।
গানটির সুর, ভোকাল, অভিনয় এবং দৃশ্য সবই একসঙ্গে শক্তিশালী। ম্যাশ আপ ধারার সুর ও রিদম গানটিকে আধুনিক ও ঐতিহ্য বহন করেছে বলে ধারণা অনুরাগীদের।
গানটির “হুক-স্টেপ” এবং নাচ দ্রুত সোশ্যাল মিডিয়া (রিল, টিকটক, ইনস্টাগ্রাম)–এ জনপ্রিয় হয়ে উঠেছে। এক মডেলের নাচ এবং তার ভাইরাল হওয়ায় এর ভাইরালিটি বেড়েছে।
গানটির “হুক-স্টেপ” এবং নাচ দ্রুত সোশ্যাল মিডিয়া (রিল, টিকটক, ইনস্টাগ্রাম)–এ জনপ্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়াজুড়ে একজন তরুণীর নাচ প্রশংসা কুড়িয়েছে।
আলোচিত সেই তরুণীর নাম আশমা বিশ্বকর্মা; নেপালের মেয়ে। পেশায় একজন মডেল ও নৃত্যশিল্পী। ‘চিকরি চিকরি’ গানে নেচে নেপালের গণ্ডি পেরিয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়ছে।
সিনেমাটি গ্রামীণ পটভূমিকায় — মানে গ্রাম, মাটির গণ্ডি, গ্রামের মানুষ, সামাজিক বন্ধন, গ্রামীণ খেলাধুলা এসব কিছুর মিশেলে নির্মিত হয়েছে।
বুচি বাবু সানা পরিচালিত তেলেগু ‘পেড্ডি’ সিনেমাটি আগামী বছরের ২৭ মার্চ মুক্তি পাবে বলে জানা গেছে।
পিএ/এসএন