ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সব দলের নেতানেত্রী একসঙ্গে বসবে, সম্মান ও শ্রদ্ধা বজায় রাখবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্টে আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির দিরাই-শাল্লা উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় শিশির মনির তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে জানান, নির্বাচিত হলে দুই উপজেলার সঙ্গে ইউনিয়নগুলোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন, হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে উড়ালসেতু নির্মাণ, বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দিরাইয়ে টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন। সেসঙ্গে ৬০ দিনের মধ্যে দুই উপজেলার সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
শিশির মনির বলেন, সরকারি কোনো সুযোগ-সুবিধা ব্যক্তিগতভাবে গ্রহণ করব না। যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি, স্বেচ্ছায় পদত্যাগ করব।
দিরাই উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা রেজাউল ও ইমরান আহমদের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম, নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও শাহিনুর রহমান।
টিজে/টিকে