বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বেগম জিয়ার অসুস্থতা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। তিনি সবসময়ই চান ভোটের মাধ্যমে জনগণ যেন নিজেদের সরকার নির্বাচন করতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললেই তাকে লন্ডনে নেওয়া হবে।
ইউটি/টিএ