বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনীতি এবং অর্থায়নের মডেলে পরিবর্তন নিয়ে আসা হবে। অর্থায়নের ক্ষেত্রে এমন মডেলের দিকে সরকার যাবে, ঋণের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পেছনে ঘুরতে হবে না।
শুক্রবার খামার বাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় যুবনীতি সংলাপে তিনি এসব কথা বলেন। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) এবং ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্ট্রেপ্রেনিউরার্স (ওয়াইএসএসই) যৌথভাবে এই সংলাপ আয়োজন করেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও তথ্যপ্রযুক্তি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য না। আমরা প্রত্যেকে কিছু হোমওয়ার্ক করেছি, বিস্তারিত হোমওয়ার্ক করেছি এবং কোন কোন সেক্টর থেকে অর্থায়ন করব, সেটা আমরা ঠিক করেছি।
তিনি আরও বলেন, আমাদের ইকোনমিক মডেলটা চেঞ্জ হবে, আমাদের অর্থায়নের মডেলও চেঞ্জ হয়ে যাবে। আমরা চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের পিছে পিছে ঘুরে বেড়াব না, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি।
উল্লেখ্য, আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আলোচনা শেষে পরের বছরের প্রথম দিকে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। সর্বশেষ গত জুনে অর্থ ছাড়ের সময়ে ঋণের আকার বাড়িয়ে করা হয় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত ঋণের পাঁচ কিস্তি ছাড় করেছে আইএমএফ।
ডিএফআই-এর চিফ স্ট্র্যাটেজিস্ট আশফাক জামানের সঞ্চালনায় ওই যুব নীতি সংলাপে আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
অনুষ্ঠানে প্রায় আড়াইশ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
ইউটি/টিএ