চন্দননগরনিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জাদুকরকন্যা অভিনেত্রী মৌবনী সরকার। স্বামী সৌম্য পেশায় রিসার্চ অ্যানালিস্ট। বিয়ের পর কলকাতা থেকে দূরে চন্দননগরে শ্বশুরবাড়িতে দিন কেমন দিন কাটছে মৌবনীর? নতুন পরিবেশ নতুন মানুষদের সঙ্গে কীভাবে নতুন জীবন কাটছে তাঁর? বাংলা সংবাদমাধ্যমকে নিজেই জানালেন তা মৌবনী।
এই নিয়ে মৌবনী বলেছেন, “নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি একবারেই। মনে হচ্ছে সকলেই যেন খুব চেনা। বিয়ের পরের এই জীবন আমার কাছে একটা নতুন শুরু বলেই আমার মনে হচ্ছে। আমার স্বামী সৌম্য খুব কম কথার মানুষ। কিন্তু যেটা বলে সেটা একেবারেই ন্যায্য কথা বলে। ওর এই গুণটাই আমাকে মুগ্ধ করেছিল। ও আমার ভীষণ খেয়াল রাখছে। বাড়ির বাকিরাও তাই।”
মৌবনী আরও জানিয়েছেন, “এই বাড়িতে পা রেখে প্রথমদিন পায়েস রাঁধার মতো নিয়ম পালন করতে হয়েছিল। আমি যেহেতু সেভাবে রান্না পারি না। তাই আমার শাশুড়িমা আমাকে এক্ষেত্রে সাহায্য করেছেন। আমি শুধু খুন্তি নেড়ে দিয়েছি। নতুন বাড়িতে সংসার শুরুর সঙ্গে সঙ্গে চলছে মধুচন্দ্রিমার পরিকল্পনাও। ফরাসি সংস্কৃতিতে ঘেরা চন্দননগর যেরকম ঘুরে দেখছি সেভাবেই মনটা প্যারিস-প্যারিস করছে। তাই সেখানেই মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। বাকিটা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে।”
আইকে/এসএন