ক্ষুদ্র অথচ গভীর একটি ভাবনা ফেসবুকে তুলে ধরে আবারও আলোচনায় এলেন অনুপম খের। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন, কেউই জন্মগতভাবে শ্রেষ্ঠ নয়; বরং প্রত্যেকে আলাদা প্রতিভা নিয়ে আসে পৃথিবীতে। তার মতে, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকলে কোনো সাফল্যই স্থায়ী হয় না, আবার বিশ্বাস থাকলে ব্যক্তিগত ক্ষেত্রেই মানুষ নিজের সেরাটা তুলে ধরতে পারে।
অনুপম খেরের এই বক্তব্য ঘুরে ফিরে তুলে আনে তার নিজের জীবনের শুরুটাও। বলিউডে প্রথম সারির নায়ক নন, অথচ অভিনয়ের শক্তিতেই তিনি জায়গা করে নিয়েছেন দীর্ঘ কয়েক দশক। কখনও চরিত্রাভিনেতা, কখনও গুরুগম্ভীর ভূমিকায়, আবার কখনও তীব্র আবেগের চরিত্রে নিজস্ব দক্ষতায় তিনি দেখিয়ে দিয়েছেন সাফল্য মানেই জনপ্রিয়তার প্রতিযোগিতা নয়। বরং, যেভাবে তিনি লিখেছেন, নিজের স্বকীয়তাকেই শক্তিতে রূপান্তর করাই একজন শিল্পীর বড় অর্জন।
বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পোস্টটি প্রকাশের পর থেকেই বহু তরুণ অভিনয়শিল্পী এবং ভক্ত তা শেয়ার করছেন। অনেকেই বলছেন, অনুপম খের নিজের জীবনদর্শন এত সহজ বাক্যে তুলে ধরেছেন যে অনুপ্রাণিত না হয়ে উপায় নেই। ফেসবুকের এই অল্প কয়েক লাইনে যেন তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রতিযোগিতার ভিড়ে নিজস্ব ক্ষমতা ভুলে গেলে চলবে না; নিজের শক্তিকে চিনলেই সত্যিকারের সেরাটুকু সামনে আসে।
বিনোদন জগতের সংকীর্ণ প্রতিযোগিতা, নিত্য নতুন চাপ আর আলোচনার মাঝেও তার এমন বার্তা যেন শিল্পীদের জন্য এক ধরনের সাহস যোগানোরই কাজ করছে। নিজের পথে নিজের মতো করে এগোনোর যে পাঠ তিনি দিলেন, তা বর্তমান প্রজন্মের শিল্পীদের জন্য নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক।
আরপি/এসএন