নতুন সংসারের সুখগাথা যেন ধীরে ধীরে খুলে দিচ্ছেন অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের পর চন্দননগরের নতুন ঘর, নতুন মানুষ আর নতুন নিয়মে জীবন কাটাতে গিয়ে তিনি যে গভীর এক আশ্বাস খুঁজে পেয়েছেন, তা স্পষ্ট তার কথায়। স্বামী সৌম্য রায়ের প্রতি তার অনুরাগ যেন শুধু ভালোবাসার নয়, শ্রদ্ধা আর নিরাপত্তারও।
মৌবনী বলছিলেন, সৌম্য তাকে যতটা যত্ন করে, ততটাই সম্মানের চোখে দেখেন। এই সম্মানই তাকে সবচেয়ে বেশি টানে। নিজের জীবনের ছোট খাটো ভুলগুলোও যে কেউ তুলে ধরুক, এমন মানুষ জীবনে খুব কমই আসে- এটাও বুঝেছেন তিনি। বাবা-মায়ের পরে সৌম্যই সেই মানুষ, যে নির্ভয়ে তার ভুল ধরিয়ে দেয়, ঠিক পথ দেখায়। তাই তার কাছে সৌম্যকে ‘ব্র্যাট’ ছেলেদের দলে ফেলার প্রশ্নই আসে না। বরং নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে সৌম্য যে স্থিরতা আর দায়িত্ববোধ দেখাচ্ছেন, তা মৌবনীকে আরও স্বস্তি দিচ্ছে।
বিয়ের পর প্রথম দিককার লজ্জা, অচেনা পরিবেশ আর পারিবারিক ব্যস্ততার মধ্যেও তারা যে ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছেন, তা যেন এই কথাগুলোতেই ফুটে উঠেছে। অভিনেত্রী হিসেবে আলোয় থাকা জীবনের বাইরে, সংসারের আন্তরিকতায় যে নতুন সুখ তিনি পাচ্ছেন, তার আভাস মিলছে প্রতিটি বাক্যে। মনে হচ্ছে, এই সম্পর্ক এখনই শুরু হলেও ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে দৃঢ় আস্থার হাত ধরে।
কেএন/এসএন