রিয়াল মাদ্রিদের বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এক পঞ্জিকা বর্ষে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে। পর্তুগালের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর গড়া রেকর্ডটি টপকে যেতে আর মাত্র পাঁচটি গোল দরকার এমবাপ্পের।
এই মুহূর্তে এমবাপ্পে এই পঞ্জিকা বর্ষে (২০২৫) রিয়াল মাদ্রিদের হয়ে ৫৫টি গোল করেছেন। রোনালদো ২০১৩ সালে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ৫৯টি গোল করার নজির স্থাপন করেন। সেই রেকর্ড ভাঙতে এমবাপ্পের প্রয়োজন আর পাঁচ গোল আর চারটি গোল করলেই তিনি ছুঁয়ে দিবেন রোনালদোকে।
সারা বছর ধরে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে আগামী রোববার লা লিগার অ্যাকশনে নামছেন, যেখানে সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে তিনি এই রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এমবাপ্পে যদি এই রেকর্ডটি ভাঙতে পারেন, তবে তিনি রিয়াল মাদ্রিদে তার মাত্র দ্বিতীয় মৌসুমেই এই বিশাল মাইলফলক অর্জন করবেন। রোনালদো এই রেকর্ডটি স্থাপন করতে একাধিক বছর লেগেছিল, কিন্তু এমবাপ্পে দ্রুততম সময়ে সেই উচ্চতা ছোঁয়ার হাতছানি পাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে তার গোল করার হার ও ফর্ম বিবেচনা করলে, অনেকেই মনে করছেন বছরের শেষ নাগাদ রোনালদোর অপ্রতিরোধ্য রেকর্ডটি এমবাপ্পে ভেঙে নতুন ইতিহাস গড়তে পারেন। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই তরুণ তারকা ঠিক কত দ্রুত লস ব্লাঙ্কোসের হয়ে নতুন বেঞ্চমার্ক স্থাপন করেন।
এবি/টিকে