প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামানো মিচেল স্টার্ক ব্যাট হাতেও জ্বলে উঠলেন। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে এনে দিলেন দেড়শ ছাড়ানো লিড। পরে ফের বল হাতে নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে রাখলেন অবদান। তার অলরাউন্ডার নৈপুণ্যে ব্রিজবেনে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনায় অস্ট্রেলিয়া।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শনিবার ৫১১ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩৪ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা।
গোলাপি বলের টেস্টে ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ৪৪ রান করতে হবে সফরকারীদের। ক্রিজে আছেন বেন স্টোকস ও উইল জ্যাকস।দুইজনেই খেলছেন ৪ রানে।
মূল কাজ বোলিং হলেও, ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য আগেও দেখিয়েছেন মিচেল স্টার্ক। টেস্টে এর আগে ১১টি ফিফটি করেছেন তিনি, সর্বোচ্চ ৯৯। দ্বাদশ ফিফটিতে ১৩ চারে এবার খেলেছেন ৭৭ রানের ইনিংস।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া স্টার্ক দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ধরেছেন দুই শিকার। দুটি করে প্রাপ্তি মাইকেল নিসার ও স্কট বোল্যান্ডেরও।
এমআর/টিকে