বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানের জয়ের দিনে পয়েন্ট খোয়ালো ঢাকা আবাহনী। শনিবার (৬ ডিসেম্বর) স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে পিডাব্লিউডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। অন্যদিকে ফর্টিসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে আকাশি-নীলরা।
গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান এবার যেন একটু ব্যাকফুটে। ফর্টিসের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্নছাড়া তারা।
ফকিরাপুল ইয়াং মেনের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে। অবশেষে লিগের পঞ্চম ম্যাচে গিয়ে স্বরূপে ফিরলো তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার অবশ্য প্রথম গোলের দেখা পেতে ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।স্পট কিকে সাদাকালো জার্সিধারীদের এগিয়ে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা।
৬৭তম মিনিটে পিডাব্লিউডি গোলরক্ষক অনিক আহমেদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে দলকে বিপদমুক্ত করতে গিয়ে তালগোল পাকিয়ে উল্টো অনিক বল তুলে দেন বোয়াটেংয়ের পায়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনো ভুল হয়নি ঘানার এই ফরোয়ার্ডের। এর ১০ মিনিট পর দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বোয়াটেং। সাইফুল হোসেনের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে, ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পরই হ্যাটট্রিক তুলে নেন তিনি।
বাইলাইনের একটু ওপর থেকে রহমত মিয়ার বাড়ানো বল বুটের তলার টোকায় জালে জড়ান। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
পঞ্চম রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী মোহামেডান।
এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় সুবিধা করতে পারেনি আবাহনী। গত ম্যাচে আসরের প্রথম জয় তুলে নেয়া দলটি পঞ্চম ম্যাচে এসে আবার খেই হারিয়েছে। অবশ্য ফর্টিস যতটা আক্রমণ ছিল তাতে ম্যাচ হারার ঝুঁকিতেও ছিল আবাহনী। তবে গোলরক্ষক মিতুল মারমা দারুণ নৈপুণ্যে জাল অক্ষত রাখেন। ফর্টিসের জাল অক্ষত রাখাতেও ভূমিকা ছিল দলটির গোলরক্ষক সুজন পেরেইরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে থামতে হয় দুদলকে।
পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে আবাহনী। সমান ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ফর্টিসের।
এমআর/টিকে