প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার শামসুর রহমান শুভ। বরিশাল বিভাগের পক্ষে জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে বিদায় নিতে যাচ্ছেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিদায়ের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন শুভ।
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শামসুর রহমান
ফেসবুক পোস্টে শামসুর লেখেন, 'আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণি ক্রিকেটের ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছি। সিলেটের বিপক্ষে এই ম্যাচটিই প্রথম শ্রেণি ক্রিকেটে আমার শেষ ম্যাচ। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ।'
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে নিজের সরে যাওয়ার সিদ্ধান্তের কথা ক্রিকেট বোর্ডকে ইতোমধ্যে জানিয়েছেন শুভ। বিসিবি থেকেও তাকে বিদায় দেয়ার জন্য উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছিল।
শুভর অবসর নিয়ে এর আগে বিসিবি টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, ‘শুভর বিদায় সংবর্ধনা যতটা ভালোভাবে করা যায়, সে চেষ্টা থাকবে। ক্রেস্টের পাশাপাশি কিছু উপহার দেওয়া হবে। রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত পরিচালক শুভর বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
শামসুর রহমান শুভ ১৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯ হাজার ৫৭৪ রান করেছেন। ২৩টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি আছে লাল বলের ক্রিকেটে। ছয়টি টেস্ট ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। একটি সেঞ্চুরিও আছেও তাঁর। ১০টি ওয়ানডে আর ছয়টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন বিকেএসপির সাবেক এ শিক্ষার্থী।
আজ রাজশাহীতে শুরু হয়েছে শুভর বিদায়ী ম্যাচ। বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচ শেষে শুভকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।