টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজের ছাপ রাখলেও, ওয়ানডেতে সবকিছু ঠিকঠাক হচ্ছিল না ইয়াশাসভি জয়সওয়ালের। যদিও এখানেও বেশি দিন সময় লাগল না তার। চতুর্থ ম্যাচেই রান তাড়ায় উপহার দিলেন দারুণ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা, ভারত জিতেছে ৯ উইকেটে।
ভিসাখাপাত্নামে শনিবার কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা করে ২৭০ রান। ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৬১ বল হাতে রেখেই।
এই সিরিজে প্রথম দুই ম্যাচে জয়সওয়াল করেছিলেন ১৮ ও ২২। গত ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে তার রান ছিল ১৫।বাঁহাতি ওপেনার এবার ১২১ বলে করেছেন অপরাজিত ১১৬। ১২ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসে ম্যাচ-সেরা তিনিই।
এখন শুধু ওয়ানডেতে খেলা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শার্মা ও ভিরাট কোহলি করেছেন ফিফটি। ৭ চার ও ৩ ছক্কায় রোহিত করেছেন ৭৩ বলে ৭৫, ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৫ কোহলি।
সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। তৃতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে স্বরূপে ফেরার আভাস দেন তিনি। এই সিরিজে যেন নিজের সেরা সময়ে ফিরে গেলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তিন ম্যাচে তার রান ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫। সিরিজ-সেরা তিনি ছাড়া আর কে!
এমআর/টিকে