ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কিলিয়ান এমবাপের তুলনায় যেতেই চান না শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, দুইজনই অসাধারণ ফুটবলার। পর্তুগিজ মহাতারকা ও বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার মধ্যে কিছু মিলও খুঁজে পান তিনি।
ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেন রোনালদো। রেয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল, অ্যাসিস্ট ১৩১টি। চারশ গোলও করতে পারেননি আর কেউ।
রেয়ালদের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী।
পিএসজি ছেড়ে গত মৌসুমে রেয়ালে যোগ দেন এমবাপে। তাকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন ক্লাবটির সমর্থকরা। রোনালদোর সঙ্গেও তার তুলনা টানছেন কেউ কেউ।
লা লিগার ম্যাচে রোববার সেল্তা ভিগোর মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। আগের দিন আলোন্সো সংবাদ সম্মেলনে রোনালদোর সঙ্গে এমবাপের তুলনা টেনে প্রশ্ন করা হয়। ওই আলোচনায় না গিয়ে দুইজনকেই সেরাদের কাতারে রাখেন তিনি।
“ক্রিস্তিয়ানো তো ক্রিস্তিয়ানোই, আর কিলিয়ান হলো কিলিয়ান। তারা দুইজনই অসাধারণ। কিলিয়ানকে পেয়ে আমরা খুবই ভাগ্যবান, এই সুবিধার সর্বোচ্চটা আমাদের কাজে লাগাতে হবে।”
“কিলিয়ান রেয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার পথে, ঠিক যেমনটা ক্রিস্তিয়ানো করেছিল। তার উচ্চাকাঙ্ক্ষা, তার পরিসংখ্যান... সে সেরাদের মধ্যে একজন। প্রতিদিন তার সঙ্গে কাজ করা দুর্দান্ত; অন্যদের প্রভাবিত করার তার ইচ্ছা, যা ক্রিস্তিয়ানোর মতো। আমি এখানে মিল দেখতে পাই।”
রেয়ালের হয়ে রোনালদোর একটি রেকর্ডের পেছনে ছুটছেন এমবাপে। মাদ্রিদের ক্লাবটির হয়ে এক বছরে সর্বোচ্চ গোল রোনালদোর (২০১৩ সালে ৫৯ গোল)। এই বছর ৫৫ গোল করেছেন এমবাপে।
লা লিগায় ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
টিজে/টিকে