মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে তার কর্মী ও সমর্থকরা।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। এ সময় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, মাদারীপুর-১ আসনে গত ৩ নভেম্বর শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয় বিএনপি। পরদিন ৪ নভেম্বর অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করে বিএনপি। এরপর গত বৃহস্পতিবার এ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে নতুন করে মনোনয়ন দেয় বিএনপি। এ মনোনয়ন প্রত্যাহার করে কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা সাজুর নেতৃত্বে কামাল জামান মোল্লার অনুসারী কর্মী ও সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করে। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহজাহান মোল্লা সাজু বলেন, আগামী তিন দিনের মধ্যে কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেয়া হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়া হবে। তাই এ আসনে কার জনপ্রিয়তা বেশি, সেটা তদন্ত করে মনোনয়ন সঠিক করার অনুরোধ করছি।