আসন্ন নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নৌবাহিনী বদ্ধপরিকর। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
রোববার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ কথা বলেন তিনি।
কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহনী প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।
এই অনুষ্ঠানের দুই নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। এ সময় কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান।
কেএন/টিকে