শীতের আমেজে বুকে চাদর জড়িয়ে প্রাণখোলা হাসি-এই এক ছবিতেই এখন নেটদুনিয়ার চর্চার কেন্দ্রে অভিনেত্রী সৌমি চক্রবর্তী। এলোমেলো চুল, নরম রোদ্দুর আর বিছানায় শুয়ে থাকা স্বচ্ছন্দ মুহূর্তে ধরা পড়া সেই হাসিই যেন উষ্ণতা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ বলছেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এমন ছবি পোস্ট করা হয়েছে, আবার অনেকে মনে করছেন-এটাই সৌমির স্বাভাবিক রূপ, আর তাতেই তিনি অনায়াসে মিষ্টি।
ছবিতে কোনও কৃত্রিম ভঙ্গি নেই। শীতের সকালে নিজেকে একটু ছুটি দেওয়ার অনুভূতি স্পষ্ট। বুকে চাদর আঁকড়ে ধরে হাসিমুখে শুয়ে থাকা সৌমির এই লুক অনেকের কাছেই আরামদায়ক, আবার কারও চোখে তা বাড়াবাড়ি। তবে আলোচনা যতই হোক, নেটপাড়ায় তাঁর এই উপস্থিতি যে নজর কেড়েছে, তা বলাই বাহুল্য।
নায়িকা না হয়েও টেলিভিশন দুনিয়ায় নিজের জায়গা কীভাবে ধরে রাখতে হয়, সৌমি চক্রবর্তী যে তা ভালোই জানেন, তা তাঁর যাত্রাপথ দেখলেই স্পষ্ট। টেলিপাড়ার পরিচিত মুখ হিসেবে তিনি জনপ্রিয়তা পান ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণার প্রিয় বান্ধবী রুচিরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রই তাঁকে আলাদা করে দর্শকের মনে জায়গা করে দেয়।
মাঝেমধ্যেই তাঁর ব্যক্তিগত জীবন ঘিরেও ফিসফাস শোনা যায়। ব্রেকআপের খবর থেকে শুরু করে সহ-অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নানা কানাঘুষো ঘোরে ইন্ডাস্ট্রিতে। যদিও এসব বিষয়ে সৌমি বরাবরই নীরব। কাজের দিকেই তাঁর মনোযোগ বেশি, আর সেই কারণেই তাঁকে ঘিরে আগ্রহও কমে না।
এই মুহূর্তে তাঁকে কোন ধারাবাহিকে দেখা যাচ্ছে, তা নিয়েও দর্শকদের কৌতূহল রয়েছে। তার মধ্যেই শীতের এই আদুরে লুক নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। কারও কাছে তা বাড়তি সাহসী, কারও কাছে আবার একেবারেই মিষ্টি। বিতর্ক থাকুক বা প্রশংসা—সৌমি চক্রবর্তীর এই মুহূর্ত যে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই।
পিএ/টিএ