যুবকেন্দ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী দুই দেশ। একইসঙ্গে উভয়ই দেশ আলোচনার মধ্যমে যুব উন্নয়ন, সৃজনশীল খাত এবং তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করতেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সৌজন্যে সাক্ষাতে এই ঐকমত্য পোষণ করেন।
 
এসময় উভয় পক্ষই ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুবকেন্দ্রিক সহযোগিতা জোরদারের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসাথে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান স্বীকার করে ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করারও প্রত্যয় ব্যক্ত করেন।
 
সম্প্রতি বৈঠকটি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রণালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে হাইকমিশনারের পারসোনাল অফিসার মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
 
বৈঠকে মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ মালদ্বীপের বর্তমান যুব সমাজের চিত্র তুলে ধরে বলেন, মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশই যুবসমাজ। প্রতি বছর মাত্র ৩ হাজার থেকে ৪ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেলেও বিপুল সংখ্যক যুবকের জন্য সুযোগ সীমিত। যার জন্য তার মন্ত্রণালয়ে যুবকদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
 
এছাড়াও মন্ত্রী বলেন, মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ও পেশাজীবীদের বিশাল অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দেশটির উন্নয়নের বহু খাতে বাংলাদেশিদের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে যোগ করেন তিনি।
 
বৈঠকে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম যুবসমাজকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে বেশ কিছু ফলপ্রসূ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
 
যার মধ্যে যুব ও তরুণ শিল্পীদের নিয়ে শিল্পকলা প্রদর্শনী, যৌথ চলচ্চিত্র উৎসব ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, মিডিয়া তথ্য ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নে বিনিময় কর্মসূচি, যুব উন্নয়ন ও তথ্য আদান-প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়ন করা।
 
এছাড়াও হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অগ্রণী ভূমিকার কথাও গুরুত্বের সাথে তুলে ধরেন এবং শান্তি, গণতন্ত্র ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবকের ভূমিকা বৈশ্বিক অনুপ্রেরণা হতে পারে বলে মত প্রকাশ করেন।
 
বৈঠকের শেষপর্যায়ে উভয়ে যুব উন্নয়ন, সংস্কৃতি, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আর এই প্রস্তাবের আগ্রহ প্রকাশ করে পরবর্তী আলোচনার ভিত্তিতে স্মারক প্রণয়নে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর Jan 23, 2026
img
সেরা হওয়া সত্ত্বেও অস্কার ট্রফিতে আগ্রহ নেই হলিউড অভিনেত্রীর Jan 23, 2026
img
বুকে চাদর জড়িয়ে শীতের সকালে রোদ স্নান! Jan 23, 2026
img
জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২ Jan 23, 2026
img
জান্নাতের টিকিটের নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে : কামরুল হুদা Jan 23, 2026
img
৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান Jan 23, 2026
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান Jan 23, 2026
img
প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি : মির্জা ফখরুল Jan 23, 2026
img
গাজা ‘বোর্ড অব পিস’-এর আনুষ্ঠানিক যাত্রা, সনদে ট্রাম্পের সই Jan 23, 2026
img
রাতে হঠাৎ জামায়াত আমিরের ফেসবুক পোস্ট Jan 23, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের শঙ্কা জিএম কাদেরের Jan 23, 2026
img
সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২ আসনে, সর্বনিম্ন পিরোজপুর-১: ইসি সচিব Jan 23, 2026
img
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন স্বপ্নের সূচনা হলেও দেশ হোঁচট খাচ্ছে : সাবেক অর্থ উপদেষ্টা Jan 23, 2026
img
হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? ‘সম্ভবত তাই’, আল জাজিরাকে জয় Jan 23, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, তারকাদের প্রতিক্রিয়া Jan 23, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, কি বলছেন অন্য খেলার তারকারা? Jan 23, 2026
img
চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ : হান্নান মাসউদ Jan 23, 2026
img
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে লঙ্কানদের লিড Jan 23, 2026
img
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান Jan 23, 2026
img
চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন Jan 23, 2026