যুবকেন্দ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী দুই দেশ। একইসঙ্গে উভয়ই দেশ আলোচনার মধ্যমে যুব উন্নয়ন, সৃজনশীল খাত এবং তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করতেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সৌজন্যে সাক্ষাতে এই ঐকমত্য পোষণ করেন।
 
এসময় উভয় পক্ষই ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুবকেন্দ্রিক সহযোগিতা জোরদারের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসাথে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান স্বীকার করে ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করারও প্রত্যয় ব্যক্ত করেন।
 
সম্প্রতি বৈঠকটি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রণালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে হাইকমিশনারের পারসোনাল অফিসার মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
 
বৈঠকে মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ মালদ্বীপের বর্তমান যুব সমাজের চিত্র তুলে ধরে বলেন, মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশই যুবসমাজ। প্রতি বছর মাত্র ৩ হাজার থেকে ৪ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেলেও বিপুল সংখ্যক যুবকের জন্য সুযোগ সীমিত। যার জন্য তার মন্ত্রণালয়ে যুবকদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
 
এছাড়াও মন্ত্রী বলেন, মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ও পেশাজীবীদের বিশাল অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দেশটির উন্নয়নের বহু খাতে বাংলাদেশিদের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে যোগ করেন তিনি।
 
বৈঠকে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম যুবসমাজকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে বেশ কিছু ফলপ্রসূ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
 
যার মধ্যে যুব ও তরুণ শিল্পীদের নিয়ে শিল্পকলা প্রদর্শনী, যৌথ চলচ্চিত্র উৎসব ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, মিডিয়া তথ্য ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নে বিনিময় কর্মসূচি, যুব উন্নয়ন ও তথ্য আদান-প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়ন করা।
 
এছাড়াও হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অগ্রণী ভূমিকার কথাও গুরুত্বের সাথে তুলে ধরেন এবং শান্তি, গণতন্ত্র ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবকের ভূমিকা বৈশ্বিক অনুপ্রেরণা হতে পারে বলে মত প্রকাশ করেন।
 
বৈঠকের শেষপর্যায়ে উভয়ে যুব উন্নয়ন, সংস্কৃতি, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আর এই প্রস্তাবের আগ্রহ প্রকাশ করে পরবর্তী আলোচনার ভিত্তিতে স্মারক প্রণয়নে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি Dec 08, 2025
সময় বাড়ল ভোটগ্রহণের, চলতি সপ্তাহেই তফসিল Dec 08, 2025
সালাহর বি/স্ফো/রক অ/ভি/যো/গ, ক্লাবের প্রতি তী/ব্র ক্ষো/ভ Dec 08, 2025
img
সেলটার কাছে হেরে বড় ধাক্কা খেল রিয়াল Dec 08, 2025
img
স্মৃতি মান্ধানা সাফ জানলেন বিয়ে বাতিল Dec 08, 2025
img
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপটেস্ট শুরু ৯ ডিসেম্বর Dec 08, 2025
img
অতিরিক্ত ভিটামিন সি শরীরের জন্য কেন ক্ষতিকর? Dec 08, 2025
img
শীতে কম্বলে নাক-মুখ ঢেকে ঘুমালে কী ক্ষতি Dec 08, 2025
img
ভিন্নধর্মের কাউকে বিয়ে করলেই সমস্যা কেন, সমালোচনায় ক্ষুব্ধ সোনাক্ষী Dec 08, 2025
img
রোনালদোর একাধিক রেকর্ড কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে Dec 08, 2025
img
ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন Dec 08, 2025
img
সরকারি পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না কেউ : ইসি Dec 08, 2025
img
এক অপ্রীতিকর ঘটনায় বদলে যায় আয়শা ঝুলকার ক্যারিয়ার! Dec 08, 2025
img
আজ পিরোজপুর হানাদারমুক্তর দিন Dec 08, 2025
img
বলিউড সিনেমায় অক্ষয়-সাইফের সঙ্গে যিশু Dec 08, 2025
img
মেহেদিরাঙা হাতের ছবির রহস্য দূর করলেন কনা! Dec 08, 2025
img
কীভাবে ফুসফুসের ক্যানসার জয় করেছেন সঞ্জয় দত্ত? Dec 08, 2025
img

বিএনপিতে যোগ দিয়ে বললেন আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যান

‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’ Dec 08, 2025
img
রাতভর শিক্ষা ভবনের সামনে অবস্থানের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের Dec 08, 2025
img
ভারি বৃষ্টির আশঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ Dec 08, 2025