অখিল আক্কিনেনির ক্যারিয়ার ঘিরে এখন নতুন করে জোরালো আলোচনার ঝড়। কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎই সেই আগুনে ঘি ঢেলেছে। ভক্তরা ভেবেছিলেন, এবার বুঝি সরাসরি অখিল -নীল জুটি দেখবে দক্ষিণের সিনেমা। কিন্তু ভেতরের সূত্র বলছে, নীল নিজে নয়, তাঁর ঘনিষ্ঠ একজন সহযোগীই পরিচালনা করতে পারেন অখিলের পরবর্তী বড় বাজেটের ছবি। এই ইঙ্গিতই আখিলের ক্যারিয়ারে বড়সড় কৌশলগত পরিবর্তনের পথ দেখাচ্ছে।
ইতিমধ্যে অখিলের চলমান ছবি লেনিন নিয়ে ব্যস্ততা কম নয়। দীর্ঘদিন ধরে পরপর হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি এবার বেছে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন। তাই একই সঙ্গে নতুন ধারার কাজের সন্ধান, নতুন ভাষার পরিচালক, আর অ্যাকশন ঘরানার দিকে ঝোঁকা-সব মিলিয়ে অখিলের এই পথচলায় যেন নতুন এক অধ্যায়ের সূচনা।
শোনা যাচ্ছে, তাঁর নতুন ছবিটি হতে পারে তীব্র অ্যাকশননির্ভর, র্যাম্বো ধাঁচের ছটায় ভরপুর এক গল্প; যা অখিলের পূর্ববর্তী পরিচিত ইমেজ থেকে অনেকটাই ভিন্ন। দর্শকের মন জয় করতে চাইলে এমন রূপান্তর প্রয়োজন-এমনটাই ইঙ্গিত দিচ্ছে শিল্পমহল। বিশেষ করে কানাড়া ইন্ডাস্ট্রির নির্মাতার সঙ্গে আখিলের কাজের আগ্রহকে অনেকে দেখছেন তাঁর বক্স অফিস অবস্থান পুনর্গঠনের সাহসী প্রয়াস হিসেবে।
সবকিছুর মধ্যেই নির্মাতাপক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে প্রত্যাশা। আর অখিলের ভক্তদের আশা, এই ছবিটিই হতে পারে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মুহূর্ত, যা তাঁকে ফিরিয়ে দেবে আলোচনার কেন্দ্রে।
আরপি/এসএন