স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাঁটছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
সোমবার (৮ ডিসেম্বর) ধামরাইয়ে ঢাকা-২০ আসনের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে মুরাদ এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের জনগণের জন্য নিজেকে এবং নিজের পরিবারকে উৎসর্গ করেছেন। সত্য, ন্যায় ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীনভাবে নেতৃত্ব দেওয়ায় জাতি তাকে অভিভাবক হিসেবে স্থান করে দিয়েছেন।
মুরাদ বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজনীতি নিজের স্বার্থে নয় রাজনীতি দেশ এবং দেশের জনগণের জন্য। তার হাত ধরেই পিতামাতার আদর্শকে ধারণ করে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পথেই হাঁটছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের সকলের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সকলের ভালোবাসার মানুষ।
এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা অধ্যাপক এমএ জলিল, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, এনায়েত হোসেন, আব্দুস সালাম, এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
পিএ/টিএ