বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলের কাকুয়া হাইস্কুল মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে কাকুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মাঠজুড়ে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সব মানুষের কামনা।
তিনি বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে মাঠে থাকার আহ্বান জানান। টুকু বলেন, আমরা বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেও ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাকুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় স্থানীয় নেতারা। তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।
পিএ/টিএ