১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। নিলামে নাম নেই সাকিব আল হাসানের।
নিলামে বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার থাকছেন। তারা হলেন-
মুস্তাফিজুর রহমান- বেজ প্রাইজ ২ কোটি রূপি
রিশাদ হোসেন - বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি
তাসকিন আহমেদ- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি
তানজিম হাসান সাকিব- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি
নাহিদ রানা- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি
রাকিবুল হাসান- বেজ প্রাইজ ৩০ লাখ রূপি
শরিফুল ইসলাম- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি
এসএস/টিকে