জটিল ভ্যাট আইনের কারণে কাঙ্ক্ষিত মূসক আদায় হচ্ছে না: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজস্ব সংগ্রহ ব্যবস্থা আমদানি নির্ভর হওয়ায় চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এ চাপ কমাতে আয়কর ও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ওপর গুরুত্ব বাড়াতে হবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে ভ্যাট ও আয়করে জোর দেয়া হচ্ছে।
 
তবে ব্যবসায়ীদের ভ্যাট নেট ছোট হওয়ায় বড় সমস্যা রয়েছে বলেও জানান আব্দুর রহমান খান। তিনি বলেন, ৩ কোটি টাকা থেকে টার্নওভার কমিয়ে ৫০ লাখে আনা হলেও কাঙ্ক্ষিত পরিমাণে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়েনি। এবার অন্তত ১ লাখ নতুন ভ্যাট রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের ভ্যাট আইন জটিল হওয়ায় ২০১২ সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আবার নানা জটিলতা তৈরি হয়েছে। তাই এবার ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে একক হার বা ‘সিঙ্গেল রেট’ চালুর চেষ্টা করা হবে। ভ্যাট সহজ করা গেলে অটোমেশনও সহজ হবে-কারণ অতিরিক্ত জটিল প্রক্রিয়া মেশিনেও সঠিকভাবে পরিচালনা করা কঠিন।
 
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বুঝতে হবে-ভ্যাট তারা দেন না; এ ভ্যাট দেন ভোক্তারা। তাই পুরো প্রক্রিয়া যান্ত্রিকীকরণ বা অটোমেটেড করা গেলে রাজস্ব সংগ্রহ অনেক বাড়বে। জিডিপির বড় অংশকে এখনো কর-নেটে আনা সম্ভব হয়নি-সে জায়গায় কাজ চলছে। রাজস্ব আদায় বাড়ানো না গেলে রাষ্ট্রীয় সেবা টেকসই হবে না। বিশেষ করে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে টেকসই রাজস্ব সংগ্রহ অপরিহার্য।
 
ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট কমপ্লায়েন্সের জন্য প্রয়োজনীয় জনবল বা সফটওয়্যার কেনার সক্ষমতা নেই উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে ছোট ব্যবসায়ীদের জন্য এনবিআর নিজস্ব সিস্টেম তৈরি করে দেবে। আইন-কানুন সহজ করা গেলে এবং অডিট প্রক্রিয়া ডিজিটাল হলে ব্যবসায়ীদের আগ্রহ আরও বাড়বে। ভ্যাট রিফান্ড অটোমেশন প্রায় শেষ পর্যায়ে আছে-এটি চালু হলে ব্যবসায়ীদের বড় ধরনের সুবিধা হবে।
 
তিনি বলেন, অটোমেটেড সিস্টেম থাকার পরও যদি ব্যবহার না করা হয়, তবে কাঙ্ক্ষিত ফল আসবে না। এসাইকুডা সিস্টেমেও কিছু জটিলতা রয়েছে-এগুলো দূর করা গেলে আমদানিকারক ও রফতানিকারকদের আর কাস্টমসে ভিড় করতে হবে না।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বর্তমান ডিউটি স্ট্রাকচার রাখা যাবে না। তাই প্রতিবছর শুল্ক কাঠামো কমানোর প্রচেষ্টা চলছে। ভবিষ্যতে কাস্টম হাউজ রাজস্ব আদায়ের চেয়ে নিরাপত্তা ও নিষিদ্ধ পণ্য নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেবে।
 
তিনি আরও জানান, ব্যাংকিং খাত থেকে বড় ধাক্কা এসেছে-করপোরেট ট্যাক্সেও কাঙ্ক্ষিত আদায় হয়নি। বাজেটের আকার ছোট হওয়ায় উন্নয়ন বরাদ্দও কমেছে, যার প্রভাব পড়েছে রাজস্ব অর্জনে। তবুও সব সংকটের মধ্যেও নভেম্বরের শেষে রাজস্ব প্রবৃদ্ধি ১৬ শতাংশের ওপরে থাকবে বলে।
 
যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে-এবং এ বাড়তি গ্রোথ ফাঁকি রোধের মাধ্যমেই অর্জিত হয়েছে। তিনি বলেন, রেভিনিউ লিকেজ বন্ধ করা গেলে ভ্যাট ও আয়কর থেকে আদায় আরও বাড়বে। একই সঙ্গে বৈষম্যহীন কর ব্যবস্থা গড়ে তুলতে হবে-যিনি বেশি আয় করবেন তিনি বেশি দেবেন, আর যাদের আয় নেই-তাদের ওপর কোনো চাপ থাকবে না।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তীর বন্ধুত্ব ঘিরে গুঞ্জন! Jan 26, 2026
img
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ প্রবাসী Jan 26, 2026
img
জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি Jan 26, 2026
img
প্রেমের জল্পনার সিলমোহর, মুম্বাইতে প্রকাশ্যে ধরা দিলেন দিশা ও তলবিন্দর জুটি Jan 26, 2026
img
চট্টগ্রামে ৬৫০ একর জমিতে ফ্রি ট্রেড জোন গঠন করা হবে: বিডা চেয়ারম্যান Jan 26, 2026
img
নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব: ধর্ম উপদেষ্টা Jan 26, 2026
img
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: তারেক রহমান Jan 26, 2026
img
বিতর্কের মাঝে মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী Jan 26, 2026
img
আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ Jan 26, 2026
img
২০২৫ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ১২৪ ভারতীয় আটক: বিজিবি Jan 26, 2026
প্রতিপক্ষের সমালোচনা নয়: তারেক রহমান Jan 26, 2026
img
বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করতে চাই: সাইমন টাফেল Jan 26, 2026
ঢাকা ৬ আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন ইশরাক হোসেন Jan 26, 2026
img
শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদেষ্টা Jan 26, 2026
প্রেস কনফারেন্সে নতুন প্রজেক্টের ঘোষণা ওয়াহিদ হাবিবের Jan 26, 2026
মিডিয়ার সামনে ব্র্যান্ড প্রচারণায় ফিরে এলেন ওয়াহিদ হাবিব Jan 26, 2026
img
তনির বিরুদ্ধে সাবেক স্বামীর মামলা খারিজ, মায়ের সঙ্গেই থাকবে সানভি Jan 26, 2026
img

শেহবাজ শরিফের সঙ্গে মহসিন নাকভির বৈঠক

বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান Jan 26, 2026
img
ফ্যামিলি ও কৃষক কার্ডের নামে নতুন প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে: গোলাম পরওয়ার Jan 26, 2026
img
মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার Jan 26, 2026