বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে বিতর্কের আছড়ে পড়েছে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগের পরে এবার নিজের অবস্থান জানালেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। এক গনমাধ্যম- এর সঙ্গে সংক্ষেপে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, তিনি সবকিছু থেকে দূরে থাকতে চান।
ঋতিকা বলেন, “আমি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই। আমি কোনও খ্যাতি চাই না। এত দিন যা পেয়েছি, সবই ঈশ্বরপ্রদত্ত। এর চেয়ে বেশি কিছু বলব না। আমি চাই, সবাই সুস্থ ও ভাল থাকুক।” উল্লেখ্য, সম্প্রতি ঋতিকার অ্যাপেনডিক্স অপারেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়।
এই মুহূর্তে ঋতিকা প্রকাশ্যে বেশি কিছু বলতে চান না। তিনি বলেন, “আস্তে আস্তে সুস্থ হচ্ছি। এখনও শরীর খুব ভাল নেই। তাই এই বিতর্ক থেকে নিজেকে দূরে রাখাই এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।”
যদিও হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা ইতিমধ্যেই নিজের মতামত প্রকাশ করেছেন, তবে হিরণ চট্টোপাধ্যায় এখনও নীরব। এক গনমাধ্যম-এর পক্ষ থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমকে/টিএ